Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, কিশোরগঞ্জ এ আপনাকে স্বাগতম


এক নজরে

সাম্প্রতিক অর্জন, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা

 অর্জন বা সফলতা (২০২৩-২৪):

 নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি – সুস্থ্য, সবল মেধাবী জাতি মেধাবী জাতি গঠণে নিরাপদ প্রাণিজ আমিষের ভূমিকা অনস্বীকার্য। এই স্লোগান কে আমলে নিয়ে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, কিশোরগঞ্জ এর আওতাধীন ১৩টি উপজেলায় ১৩টি উপকেন্দ্র, ৮টি পয়েন্ট এবং ৮৩টি সেবা কেন্দ্রের মাধ্যমে এপিএ লক্ষ্যমাত্রা অনুযায়ী জাতীয় প্রজনন নীতিমালা, ২০১৯ অনুসরণ করে মাঠ পর্যায়ে কৃত্রিম প্রজনন কার্যক্রম পরিচালিত বা বাস্তবায়িত হচ্ছে।

বিগত ২০২৩-২৪ অর্থ বছরে ৯৯,০০০টি কৃত্রিম প্রজনন লক্ষ্যমাত্রার বিপরীতে ৯১,৫২০টি অর্থাৎ শতকরা ৯২ভাগ এবং ৩৭,১০০টি বাচ্চা উৎপাদন  লক্ষ্যমাত্রার বিপরীতে ৩৮,৯৯৮টি অর্থাৎ শতকরা ১০৫ভাগ অর্জিত হয়েছে। নিরাপদ ও পুষ্টিকর প্রাণিজ আমিষের মধ্যে মাংশ ও দুধ উল্ল্যেখযোগ্য। দুধ ও মাংশ উৎপাদনে স¦য়ংসম্পন্নতা অর্জনসহ কোরবানীর পশুর পর্যাপ্ততা এই সেক্টেরের এআই পরিবারের কারিগরদের নিরলস কাজের ফলাফল।

এছাড়া ছোট বড় বিভিন্ন ধরণের দুগ্ধ খামার ও গরু হৃষ্টপুষ্টকরণ খামার প্রতিষ্ঠার মাধ্যমে কর্মসংস্থান , দারিদ্র বিমোচন এবং প্রাণিজ আমিষের ঘাটতিপূরণ সম্ভব হচ্ছে।


বিগত তিন বছরের লক্ষমাত্রা ও অর্জনের চিত্র নিম্নরুপ :

নং

 

কার্যক্রম

 

একক

 

২০২১-২০২২

২০২২-২০২৩

২০২৩-২০২৪

লক্ষ্যমাত্রা

অর্জন

লক্ষ্যমাত্রা

অর্জন

লক্ষ্যমাত্রা

অর্জন

০১.

কৃত্রিম প্রজনন

সংখ্যা

১,১৬,৩৭২

৯৮,৬১৫

১,১৬,০৩৪

৯৪,৯২৮

৯৯,০০০

৯১,৫২০

০২.

বাছুর জন্মের তথ্য সংগ্রহ

সংখ্যা

৪৭,০৭০

৩৯,৪৪৬

৪৭,০৫০

৩৭,৯৭১

৩৭,১০০

৩৮,৯৯৮




সমস্যা  চ্যালেঞ্জ:

  • কৃত্রিম প্রজনন সংক্রান্ত টেকসই  আধুনিক প্রযুক্তির অভাব।
  • জননান্ত্রীয় রোগের প্রার্দুভাব  জলবায়ু পরিবর্তনের প্রভাব।
  • গো খাদ্যের উচ্চমূল্য  অপ্রতুলতা।
  • প্রজনন বিষয়ে কৃষক বা খামারীর অজ্ঞতা বা অমনোযোগীতা।
  • কৃত্রিম প্রজনন সংক্রান্ত সরঞ্জামাদির সংকট  দূর্বল সরবরাহ চেইন।
  • অপচিকিৎসার কারণে গাভী বা বকনার প্রজননক্ষমতা রহিত 
  • অননুমোদিত সিমেন  বেসরকারী কর্মীদের দৌরাত্ম এবং নির্ধারিত জনবলের চেয়ে অধিকসংখ্যক কর্মীবাহিনী।


ভবিষ্যৎ পরিকল্পনা:

সঠিক কৃত্রিম প্রজনন এর মাধ্যমে প্রাণিসম্পদের টেকসই উৎপাদন নিশ্চিত করার পাশিপাশি প্রাণিজ আমিষের উৎপাদন বৃদ্ধিআর্থসামাজিক উন্নয়নবেকারত্ব দূরীকরণ  আয় বৃদ্ধির মাধ্যমে কাঙ্খিত আর্থ সামাজিক উন্নয়ন নিশ্চিত করা এবং প্রাণিসম্পদের উৎপাদন  উৎপাদনশীলতা বৃদ্ধি করে সকলের জন্য নিরাপদপর্যাপ্ত  মানসম্মত প্রাণিজ আমিষের সরবরাহ নিশ্চিতকরা।


২০২৪ - ২০২৫ অর্থ বছরের সম্ভাব্য লক্ষ্যমাত্রা:

১.        কৃত্রিম প্রজনন              :   ৯৮,০০০ টি।

২.      বাচ্চা উৎপাদন তথ্য      :   ৩৯,২০০ টি।